ঢাকা, বুধবার, ৮ মে, ২০২৪

কবি ও চিন্তক ফরহাদ মজহার করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। বিষয়টি নিশ্চিত করেছেন লেখক ও নির্মাতা মোহাম্মদ রোমেল।ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতারের বরাত দিয়ে রোমেল জানান, গত ১১ ডিসেম্বর জ্বর অনুভব করেন ‘ভাবান্দোলন’-খ্যাত ফরহাদ মজহার। ওই সময় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল আয়োজনে যুক্ত ছিলেন তিনি। মঙ্গলবার তাকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নিউমোনিয়াজনিত জটিলতা থাকলেও আগের তুলনায় ভালো আছেন।


মোহাম্মদ রোমেল আরও জানান, ফরহাদ মজহারের পরিবারের অন্য সদস্যরা সুস্থ আছেন। তিনি পরিবারের পক্ষ থেকে এ বুদ্ধিজীবীর জন্য দোয়া চেয়েছেন।


ফরহাদ মজহারের জন্ম ১৯৪৭ সালের ৯ আগস্ট নোয়াখালীতে। চিন্তাবিদ, ঔষধশাস্ত্রবিদ, সামাজিক ও মানবাধিকার কর্মী এবং পরিবেশবাদী হিসেবে তার আন্তর্জাতিক পরিচিতি রয়েছে। রাজনৈতিক পরিসরে তার ভূমিকাও বেশ আলোচিত। লালন ও ইসলাম প্রশ্নে তার প্রস্তাবনা নানা সময়ের আলোচনার খোরাক জুগিয়েছে।

ads

Our Facebook Page